আজকাল ওয়েবডেস্ক: কোথায় ঠান্ডা! ডিসেম্বর মাসেও দরদর করে ঘামছেন সাধারণ মানুষ। ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল দশা। লোকজনের গায়ে সোয়েটার, চাদরের কোনও চিহ্ন নেই গোটা শহরে। চলতি বছরে উষ্ণতম ডিসেম্বরের সাক্ষী থাকল মুম্বই। গত ১৬ বছরের মধ্যে আজ রেকর্ড ভাঙা তাপমাত্রা শহরে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আইএমডি-র তরফে জানানো হয়েছে, আজ, বুধবার মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০০৮ সালে ৫ ডিসেম্বর মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। মঙ্গলবার থেকেই মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক জেলায় আকাশ মেঘলা। নিম্নচাপের প্রভাবে আজ ভোরে মুম্বইয়ে হালকা বৃষ্টিও হয়েছে। তাতেও ফেরেনি স্বস্তি। ঊর্ধ্বমুখী পারদে ভ্যাপসা গরম অব্যাহত। 

মৌসম ভবন আরও জানিয়েছে, গত সপ্তাহে ২৯ নভেম্বর মুম্বইয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত আট বছরে নভেম্বর মাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর জেরে একাধিক রাজ্যে তাপমাত্রায় হেরফের হয়েছে। ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল মুম্বইয়ে। আজ ১৬ বছরের রেকর্ড ভাঙা সর্বোচ্চ তাপমাত্রা। আগামী কয়েকদিনে মুম্বইয়ে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।